বাংলা চলচ্চিত্রের বরপুত্র সালমান শাহর ৪৮তম জন্মদিন আজ

পিবিএ ডেস্কঃ বাংলা চলচ্চিত্রের বরপুত্র সালমান শাহর ৪৮তম জন্মদিন আজ। প্রয়াত এই নায়কের জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান। অনুষ্ঠানে কেক কেটে ‘সালমান শাহ জন্মোৎসব-২০১৯’র শুভসূচনা করেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিলের মধুমিতা প্রেক্ষাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আরও ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।ত্র

এ সময় সালমান শাহকে নিয়ে চিনায়ক শাকিব খান বলেন, ‘আমি যখন স্কুলে পড়ি তখন প্রথম সালমান শাহর সিনেমা দেখি। সবার মতো তিনি আমারও খুব পছন্দের একজন অভিনেতা। আজ আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি কেননা আমার হাত দিয়ে তার জন্মোৎসবের উদ্বোধন হচ্ছে। তবে আরও ভালো লাগতো যদি তিনি আমাদের মাঝে বেঁচে থাকতেন। কিন্তু তা তো আর হবার নয়। আমি তার আত্মার শান্তি কামনা করছি।’

অনুষ্ঠানে সালমান ভক্তরা তাদের প্রিয় নায়কের নামে এফডিসিতে একটি ফ্লোরের নামকরণ দাবিও জানান। সালমান ভক্তদের উদ্দেশ্য করে শাকিব খান বলেন, ‘দুই একদিন পর এফডিসিতে আমার শুটিং আছে। আমি গিয়েই এফডিসি কর্তৃপক্ষর সঙ্গে আলাপ করবো। সালমান শাহর নামে এফডিসিতে কোনো ফ্লোর বা রাস্তা করা যায় কিনা। তবে আমরা আমাদের মনের ভেতর সালমান শাহ’র যে ছবি একে রেখেছি তা কখনোই মোছার নয়।

ঢুলি কমিউনিকেশনস-এর আয়োজনে সপ্তাহব্যাপী এই উৎসব চলবে ২০ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। মধুমিতা প্রেক্ষাগৃহে সপ্তাহজুড়ে প্রদর্শিত হবে সালমান শাহ অভিনীত জনপ্রিয় ৬টি চলচ্চিত্র। ২০ সেপ্টেম্বর প্রদর্শিত হবে সালমান শাহ ও মৌসুমি অভিনীত সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’।

২১ সেপ্টেম্বর দেখানো হবে ‘তোমাকে চাই’, ২২ সেপ্টেম্বর ‘মায়ের অধিকার’, ২৩ সেপ্টেম্বর ‘চাওয়া থেকে পাওয়া’, ২৪ সেপ্টেম্বর ‘তুমি আমার’, ২৫ সেপ্টেম্বর ‘অন্তরে অন্তরে’ এবং ২৬ সেপ্টেম্বর ‘সত্যের মৃত্যু নেই’ সিনেমাটি প্রদর্শনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে।

পিবিএ/সজ

আরও পড়ুন...