পিবিএ ডেস্ক: বাংলা চলচ্চিত্রের দুর্দিনের বন্ধু প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। চলচ্চিত্র প্রযোজনায় যার যাত্রা শুরু হয়েছিল ১৬ বছর আগে। এক এক করে প্রতিষ্ঠানটি এরই মধ্যে প্রযোজনা করেছে শততম চলচ্চিত্র। যা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে প্রথম। এ প্রতিষ্ঠানের চলচ্চিত্রগুলো শুধু দেশেই নয়, বিদেশে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়ে অর্জন করছে আন্তর্জাতিক মানের পুরস্কার ও সম্মাননা। শুধু তাই নয়, ২০০৬ সাল থেকে এ পর্যন্ত ধারাবাহিকভাবে অস্কারের ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিনিধিত্ব করে আসছে এ প্রতিষ্ঠানেরই বিভিন্ন চলচ্চিত্র।
ইমপ্রেস টেলিফিল্মের শততম চলচ্চিত্র প্রযোজনা উপলক্ষে এবার এ প্রতিষ্ঠানেরই চলচ্চিত্রগুলোর গান নিয়ে চ্যানেল আইতে শুরু হচ্ছে ‘চিত্রালী’ নামের একটি সাপ্তাহিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চিত্রনায়িকা নিঝুম। অরুণ চৌধুরীর গবেষণায় অনুষ্ঠানটি পরিচালনা করছেন আবদুর রহমান। এর প্রথম পর্ব প্রচার হবে আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায়।
পিবিএ/বিএইচ