পিবিএ,ঢাকা: আরব আমিরাতে টি-১০ লিগে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্সের আইকন হচ্ছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা জানা গিয়েছে আগেই। বাংলা টাইগার্সের অফিসিয়াল এক ভিডিও বার্তায় বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন পেরেরা, খেলবেন প্রোটিয়া কলিন ইনগ্রামও। এবার বাংলা টাইগার্সের সাথে নিজেদের যুক্ত হয়েছেন ক্যারিবিয়ান ওপেনার আন্দ্রে ফ্লেচারও।
নভেম্বরের মাঝামাঝি সময়ে চলবে টি-১০ এর তৃতীয় আসর। প্রথমবারের মত বিদেশি কোন ফ্র্যাঞ্চাইজি লিগে থাকছে বাংলাদেশি মালিকানার দল। মূলত বাংলাদেশের ক্রিকেটাদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই বাংলা টাইগার্সের আবির্ভাব জানিয়েছেন দলটির মালিক পক্ষ। যদিও টি-১০ চলাকালীন বাংলাদেশের ভারত সফর থাকায় পাওয়া যাচ্ছেনা জাতীয় দলের ক্রিকেটারদের।
ইতোমধ্যে দল গুছানোর কাজও প্রায় শেষের দিকে। আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট। কিন্তু অভ্যন্তরীন চুক্তিতে দেশি-বিদেশি অনেক ক্রিকেটারকেই দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দেশি শ্রেণিতে ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, ফরহাদ রেজা, মেহেদি হাসান, ইয়াসির আলি রাব্বি ।বিদেশিদের মধ্যে শ্রিলঙ্কান থিসারা পেরেরা, দক্ষিণ আফ্রিকান কলিন ইনগ্রাম ও রবি ফ্রাইলিঙ্ক ছিল নিশ্চিতই । এবার আনুষ্ঠানিক ভাবে যুক্ত হয়েছেন আন্দ্রে ফ্লেচারও।
বাংলা টাইগার্সে যোগ দেওয়ায় ক্যারিবিয়ান উইকেটরক্ষক এই ব্যাটসম্যান বলেন, ‘আমি বেশ উত্তেজিত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি-১০ লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলতে যাচ্ছি বলে। আসুন দলটিকে সমর্থন দিন, একদমই নতুন ফ্র্যাঞ্চাইজি তারা। আশা করি ভাল কিছু অপেক্ষা করছে।
পিবিএ/ইকে