ঢাকা মেডিকেলে বাইসাইকেল চোর আটক

চুরি
বইসাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক মনির নামে এক যুবক।

পিবিএ,ঢামেক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগের সামনে থেকে বাইসাইকেল চুরি করার সময় হাতেনাতে এক যুবককে আটক করেছে হাসপাতাল যানবাহন পার্কিংয়ের নিরাপত্তাকর্মীরা। ওই যুবকের নাম মনির বলে দাবি করেছে সে নিজে।

আজ বুধবার বেলা ১২ টার দিকে তাকে আটক করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, জরুরী বিভাগের সামনে থেকে একটি বাইসাইকেল চুরি করার সময় নিরাপত্তাকর্মীরা তাকে হাতেনাতে আটক করেছে। তার বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

চুরি
বাইসাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক মনির নামে এক যুবক।

বাইসাইকেল মালিক ট্রমা সেন্টার মেডিকেল ইন্সটিটিউটের নার্সিং ছাত্র সুশান্ত ঢালি। তিনি জানান, আমি ঢাকা মেডিকেলে ইন্টার্টশীপ করছি। গত ৬ মাস আগে ১৭ হাজার টাকা দিয়ে এই সাইকেলটি কিনেছি। সকালে বাইসাইকেল নিয়ে হাসপাতালে এসে জরুরী বিভাগের সামনে সাইকেলটি রেখে হাসপাতালের ভিতরে যাই। তবে সাইকেলের তালার চাবি না আনার কারণে সাইকেলটি তালাবদ্ধ না করে রশিদ করে পার্কিংয়ে রেখে যাই।

“এর অল্প কিছুক্ষণ পর সাইকেলটি ঠিকমত আছেকিনা তা দেখার জন্য জরুরী বিভাগে আসলে দেখি ওই যুবক আমার সাইকেলটি ঠেলে নিয়ে যাচ্ছে। তখন তাকে আটকানোর চেষ্টা করি। তবে সে দৌড়ে পালানোর চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে।

সুশান্ত আরো বলেন, এরআগেও আমার বাসার নিচ থেকে আমার পরপর ২টা বাইসাইকেল চুরি হয়েছে।

আটককৃত ওই যুবক নিজের নাম মনির বলে দাবি করে। তার বাড়ি চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার চাচেরচক গ্রামে। তার বাবার নাম মো. রবিন। সে ঢাকার কেরানীগঞ্জ ধলেশ্বর এলাকাতে থাকে বলে দাবী করে সে। আটক হবার পরপরই সে ক্যাম্প পুলিশের কাছে বাইসাইকেল চুরির কথা স্বীকার করে।

পিবিএ/এইচএ/জেডআই

আরও পড়ুন...