পিবিএ,বাউফল: পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউপির বৃহওম কালাইয়া বাজারের হাজী মসজিদ সড়কের মা গার্মেন্টস নামের একটি দোকানে বৃহস্পতিবার গভীর রাতে ভায়বহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সুএে জানা গেছে, বৃহস্পতিবার রাত সারে বারোটার দিকে ওই মা গার্মেন্টস দোকানটিতে আগুন দেখতে পেয়ে বাজারের লোকজন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশন এর বাউফল অফিসে খবর দেয়। স্টেশনের তিনটি ইউনিট এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় স্থানীয় লোক জনের সাহায্যে আগুন নিয়ন্ত্রনে আনে।
ওই দোকানের মালিক মিজান মৃধা বলেন, ঈদকে সামনে রেখে বিভিন্ন মহাজনের কাছ থেকে ধারদেনা করে দোকানে প্রায় ১২লক্ষ টাকার মালামাল তুলছেন। মাত্র কিছুক্ষনের আগুনে আমার সব কিছু শেষ করে দিয়ে গেল।
বাউফল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মো. বাহাউদ্দিন জানান, বৈদ্যতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। খুব দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনতে আমারা সক্ষম হয়েছি।
পিবিএ/ইউসুফ আলম সেন্টু/এএম