পিবিএ,বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় নছিমন চাপায় গোলবানু (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের খোন্তাকাটা বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলবানু সাউথখালী ইউনিয়নের উত্তর সাউথখালী গ্রামের হাশেম হাওলাদারের স্ত্রী।
পুলিশ জানায়, গোলবানুকে সঙ্গে নিয়ে তার মেয়ে-জামাই জমি কেনার জন্য কোন্তাকাটা এলাকায় যান। খোন্তাকাটা বাজারের কাছে রাস্তা পারাপারের সময় হঠাৎ দ্রুতগামী একটি নছিমন গোলবানুকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার সরকার পিবিএ’কে জানান, কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
পিবিএ/হক