বাগেরহাটে বেকারী কারখানা অগ্নিকাণ্ড

পিবিএ,বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে আকষ্মিক অগ্নিকাণ্ডে মেসার্স সাব্বির ফুড নামের একটি বেকারী কারখানা পুড়ে সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। এতে কারখানা মালিকের প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। রবিবার গভীর রাতে লখপুর ইউনিয়নের জাড়িয়া মাইট কুমরা গ্রামে এঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, ঘটনার দিন রাত ১২টার সময় হঠাৎ করে কারখানার পিছনের দিকে অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা সমগ্র এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিভানোর চেষ্টা চালায়। ততক্ষণ বেকারী কারখানাটি সম্পূর্ণরুপে পুড়ে ভস্মিুভুত হয়।

কারখানার মালিক মোঃ রফিকুল ইসলাম বলেন, কারখানাতে ১টি এ্যাপাসি মোটর সাইকেল, মালামাল বহনের জন্য ২টি অটো ভ্যান, ৫টি ড্রামে থাকা তৈল, ২০বস্তা ময়দা ও আটাসহ বিপুল পরিমাণে বিভিন্ন প্রকার মালামাল পুড়ে যায়। এতে তার প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। গরীব বেকারী মালিক সর্বস্ব হারিয়ে তিনি এখন পাগলের মত প্রলাপ বকছেন

পিবিএ/শেখ সাইফুল ইসলাম কবির/এসডি

আরও পড়ুন...