বাগেরহাটে লবন সহিষ্ণু ধানের কৃষক মাঠ দিবস

পিবিএ,বাগেরহাট: বাগেরহাটে ফকিরহাটে লবন সহিষ্ণু জাতের ধানের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ফকিরহাট উপজেলার নওয়াপাড়া এলাকায় এই মাঠদিবস অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফলিত গবেষনা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিশ্বজিৎ কর্মকার। স্থানীয় কৃষক রুহুল আমীন গাজির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ নাছরুল মিল্লাত, উপসহকারী কৃষি কর্মকর্তা বিপুল পাল, কৃষক আরব আলী শেখ, মিরান গাজি প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিটিউট কতৃক লবনাক্ত অঞ্চলের জন্য উদ্ভাবিত ব্রি ধান ৬৭ চাষ করে কৃষক লাভবান হচ্ছে।

অধিক মাত্রার লবন সহ্য করার ক্ষমতা থাকায় এই অঞ্চলের জমিতে এই জাতের ধানের চাষ ভাল হবে। ১৪২ দিন জীবনকালের এই ধান ফকিরহাটের বিভিন্ন ব্লকে হেক্টর প্রতি সাড়ে ৬ টন ফলন হয়েছে। যা দেখে স্থানীয় কৃসকদের মাঝে এই ধান চাষের আগ্রহ দেখা দিয়েছে। পরে অতিথিবৃন্দ এই জাতের ধানের প্রদর্শনী প্লট ঘুরে দেখেন এবং শস্য কর্তন করেন।

পিবিএ/এসএইচ/এমএসএম

আরও পড়ুন...