পিবিএ, বাগেরহাট: বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদীতে জেলেদের জালে বেশ বড়সড় একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ২০ কেজি ৫০০ গ্রাম। শনিবার ভোরে মৎস্য ব্যবসায়ী মিলন শেখের জেলেদের জালে ধরা পড়ে এটি। স্থানীয় বাজারে মাছটি বিক্রি হয়েছে ১৯ হাজার টাকায়।
শরণখোলার মৎস্য ব্যবসায়ী মিলন শেখ জানান, রাতে তার জেলেরা বলেশ্বর নদীতে জাল ফেলে। ভোরে জাল টানার পর অন্যান্য মাছের সাথে বিশাল এই পাঙ্গাসটি ধার পড়ে। সকালে উপজেলা সদরের রায়েন্দা শের-এ বাংলা সড়কের মাছের বাজারে ওঠানোর পর মাছটি ১৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। স্থানীয় ডেকোরেটর ব্যবসায়ী ফারুক তালুকদারসহ কয়েকজনে এটি কিনে নেন। এতো বড় পাঙ্গাস জেলেদের জালে খুব এটকা ধরা পড়তে দেখা যায়না বলে ওই মৎস্য ব্যবসায়ী জানান।
ক্রেতা ফারুক তালুকদার বলেন, এত বড় মাছ সচরাচর পাওয়া যায়না। তাই দামের কথা না ভেবে মাছটি কিনে নিয়েছি। আমরা কয়েকজনে মিলে মাছটি কেটে ভাগ করে নিয়েছি।
পিবিএ/এসএইচ/এমএসএম