বাগেরহাট উপজেলা নির্বাচনে বিজয়ী যারা


পিবিএ, বাগেরহাট: বাগেরহাট জেলার ৯টি উপজেলার ৪৬৮টি কেন্দ্রের নির্বাচনে বড় ধরনের কোন সহিংসতা ছাড়াই ভোট গ্রহন শেষ হয়েছে। তবে মোল্লারহাট উপজেলায় সতন্ত্র প্রার্থী ও ফকিরহাট উপজেলায় ওয়াকার্সপর্টির প্রার্থীর ভোট বর্জন করে। ভোটারের উপস্থিতি খুবই কম।

উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তিন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর আগে জেলার ৯টি উপজেলার মধ্যে ৬টি উপজেলায় আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। রবিবার রাতে মোল্লাহাট, মোরেলগঞ্জ ও ফকিরহাট উপজেলায় স্ব-স্ব সহকারী রিটার্নিং কর্মকর্তা ভোটগণনা শেষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। এদিকে নির্বাচনে মোল্লাহাট উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী শাহিনুল আলম ছানা (নৌকা) ৫৪ হাজার ৭ শত ১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোতাহার হোসেন মোল্লা (আনারস) পেয়েছেন মাত্র ২ হাজার ৭ শত ৭১ ভোট।

ফকিরহাট উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী স্বপন দাস (নৌকা) ৭৪ হাজার ৯ শত ৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির প্রার্থী নুর মোহাম্মদ পেয়েছেন ১ হাজার ৩ শত ৭৯ ভোট। এদিকে মোরেলগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী মো. শাহ ই আলম বাচ্চু (নৌকা) ৩৫ হাজার ৬ শত ৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান বাবুল (কলম) পেয়েছেন ১৬ হাজার ৩ শত ৯৭ ভোট। এর আগে বাগেরহাটের ৬টি উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হওয়া চেয়ারম্যানরা হলেন, সদর উপজেলায় সরদার নাসির উদ্দিন, শরণখোলা উপজেলায় কামাল উদ্দিন আকন, চিতলমারী উপজেলায় অশোক বড়াল, রামপাল উপজেলায় শেখ মোয়াজ্জেম হোসেন, মোংলা উপজেলায় আবু তাহের হাওলাদার ও কচুয়া উপজেলায় এস এম মাহফুজুুর রহমান।

এদিকে জেলার নয়টি উপজেলার মধ্যে শুধু বাগেরহাট সদর উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এ ভোট নেওয়া হয়েছে। শুধুমাত্র পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চারজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। এদের মধ্যে উড়োজাহাজ মার্কার প্রার্থী খান রেজাউল ইসলাম ৩০ হাজার ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী সরদার মাসুদুর রহমান ১১ হাজার ৪৬৯ ভোট পেয়েছেন। ফকিরহাটে ভাইস চেয়ারম্যান পদে শেখ মোস্তাইদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তহুরা বেগম এবং সদর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিজিয়া পারভিন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। মোংলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ইকবাল হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুন্নাহার হাই নির্বাচিত হয়েছেন। কচুয়ায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো. ফিরোজ আহমেদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমা সরোয়ার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রামপালে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নুরুল হক লিপন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হোসনেয়ারা মিলি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শরণখোলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে হাসানুজ্জামান পারভেজ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রহিমা আক্তার হাসি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চিতলমারীতে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এসএম মাহাতাবুজ্জামান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেরা বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মোরেলগঞ্জে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোজাম্মেল হক মোজাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাহিমা খানম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

পিবিএ/এসএইচ/এমএসএম

আরও পড়ুন...