বাগ্‌দানের খবর ফাঁস হওয়ায় বিরক্ত নাদাল

rafa-and-xisca

পিবিএ ডেস্ক : বান্ধবী মারিয়া পেরেল্লোর সঙ্গে তার বাগ্‌দানের খবর ফাঁস হওয়ায় বিরক্ত টেনিস তারকা রাফায়েল নাদাল। প্রথম এই খবর প্রকাশ করে স্পেনের এক পত্রিকা। পরে তা টুইট করে এটিপি। এমনও লেখা হয়েছে, এ বছরের শেষে নাদাল বিয়ে করবেন মারিয়াকে।

মায়োরকায় নিজের বাড়িতেই এক সাংবাদিক তাকে খবরের সত্যতা নিয়ে প্রশ্ন করেন। যা শুনে বিরক্ত নাদালের মন্তব্য, ‘কখনও এই ধরনের খবর কাউকে বলিনি। এখনও সেই বিষয় নিয়ে কিছু বলব না।’

স্পেনের সংবাদ মাধ্যমের দাবি, নাদাল বান্ধবী মারিয়াকে (মেরিও বলা হয় তাকে, তবে ডাকনাম চিসকা) রোমে বিয়ের প্রস্তাব দেন গত বছরের মে মাসে। খুব সম্ভবত বিয়েটা সেরে নেবেন সেপ্টেম্বরে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম যুক্তরাষ্ট্র ওপেনে খেলার পরেই। কিন্তু সেই বহু আলোচিত বিয়ে নিয়ে বিস্তারিত জানার সুযোগ কম। মায়োরকায় তার প্রতিবেশীরাও মুখ খুলছেন না এ বিষয়ে।

পিবিএ/জিজি

আরও পড়ুন...