বাঘা উপজেলার ইউপি সদস্য গৃহবধু ধর্ষণের অভিযোগ আটক

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউপি সদস্য ইমাজ আলীর বিরুদ্ধে গৃহবধুর ধর্ষণের অভিযোগ উঠেছে। বাঘা থানা পুলিশ অপরাধী ইউপি সদস্যকে আটক করেছে। গৃহবধুকে পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ওসিসিতে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার আড়পাড়া গ্রামের ওই ঘটনার বিষয়ে এসআই খালেক বলেন, ইউপি সদসের স্ত্রী তার পিতার বাড়িতে (ইমাজ আলীর শ্বশুর বাড়ি) থাকাকালিন সময়ে পাশের বাড়ির গৃহবধুকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। সোমবার (১৭-০৮-২০২০) দিবাগত রাতে ওই গৃহবধুকে ধর্ষন করে। মঙ্গলবার ওই গৃহবধু বাদি হয়ে থানায় ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করেছে। এলাকাবাসী ওই ঘটনার খবর পেয়ে তার বাড়ি ঘেরাও করে রাখে। পরে পুলিশ ইমাজ আলীকে আটক করে গৃহবধুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম এই পত্রিকার প্রতিনিধিকে জানান, ভুক্তভোগী নারী ওই অপরাধীর বিরুদ্ধে থানায় অভিযোগ করে। থানা পুলিশ অভিযোগের ভিত্তীতে ইউপি সদস্যকে আটক করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সত্যতার জন্য ওই গৃহবধুকে পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে প্রেরণ করা হয়।

পিবিএ/এসডি

আরও পড়ুন...