বাঙ্গি বা কাঁকুড় এক রকমের শশা জাতীয় ফল। বর্তমানে রমজানের এই দিনে বেড়েছে ব্যাপকভাবে বাঙ্গীর চাহিদা। এসময় বাঙ্গীর চাহিদা থাকায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। বাঙ্গী রাস্তা-ঘাট ও বাজারসহ সকল স্থানে ফেরি করে বিক্রি করছে বাঙ্গী চাষিরা। ভালো দামের আশায় গ্রামগঞ্জ থেকে শহরে নিয়ে ভ্যান গাড়ি করে বিক্রি করছে কৃষকরা। শহরের মানুষের কাছে রয়েছে বাঙ্গীর খুব জনপ্রিয়তা। ছবিটি পাবনার ঈশ্বরদী উপজেলার অরণকোলা থেকে তোলা। শনিবার, ৯ মে। ছবি : পিবিএ/ তুহিন হোসেন