বাজারে আসছে আফ্রিদির প্রথম বই ‘গেম চেঞ্জার’

ফাইল ছবি

পিবিএ ডেস্ক: দেশে বিদেশে এখনো অসংখ্য ভক্ত রয়েছে আফ্রিদির। সেসব ভক্তদের জন্যই চলতি মাসের ৩০ তারিখ বাজারে আসছে আফ্রিদির লেখা প্রথম বই— ‘গেম চেঞ্জার’। এটি একটি আত্মজীবনীমূলক বই।এই বইয়ে নিজের জীবনের প্রকাশিত, অপ্রকাশিত সকল কথা তুলে ধরেছেন তিনি।
আত্মজৈবনিক বই — ‘গেম চেঞ্জার’-এ মন খুলে লিখেছেন তিনি। ব্যাপারটি নিজেই বিভিন্ন সাক্ষাতকারে স্বীকার করেছেন তিন ফরম্যাটেই পাকিস্তানের এক সময়ের এ অধিনায়ক।

আত্মজীবনী লেখার আফ্রিদিকে সহায়তা করেছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও সম্প্রচারক ওয়াজাহাত খান। আফ্রিদির ক্যারিয়ারের সকল চড়াই-উতরাই, আলোচনা-সমালোচনা, বিতর্কের বিষয়গুলো এই বইতে তুলে আনতে সহায়তা করেছেন তিনি।

মাত্র ১৭ বছর বয়সে ১৯৯৬ সালের ২ অক্টোবর কেনিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল আফ্রিদির। বল হাতে ঐ ম্যাচে ১০ ওভারে এ ডানহাতি লেগি দিয়েছিলেন ৩২ রান। কিন্তু ব্যাটে হাতে নেওয়ার সুযোগ পাননি এ অলরাউন্ডার। অবশ্য তার আগেই ক্রিকেট বিশ্বকে আগমণী বার্তাটা ঠিকিই দিয়ে দেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আফ্রিদি খেলে গেছেন টানা দুই দশক। ধুমধাড়াক্কা ব্যাটিং ও গতিময় লেগস্পিনের জন্য জনপ্রিয় ছিলেন তিনি। পাকিস্তানের ক্রিকেটের অন্যতম রঙিন চরিত্র মনে করা হয় তাকে। ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে ও ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ১১ হাজারেরও বেশি রান। এদিকে বল হাতে নিয়েছেন ৫৪০ উইকেট। ক্রিকেটের তিন সংস্করণেই পাকিস্তানের অধিনায়ক ছিলেন তিনি। এ দীর্ঘ ক্যারিয়ারের খুঁটিনাটি সবকিছু ‘গেম চেঞ্জার’-এ তুলে ধরবেন তিনি।
পিবিএ/এএইচ

আরও পড়ুন...