বাড্ডায় গনপিটুনির মামলায় গ্রেফতার ৩

পিবিএ,ঢাকা: ছেলেধরা গুজবে রাজধানীর বাড্ডায় দুই সন্তানের মাকে পিটিয়ে হত্যায় ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বাড্ডা থানার ওসি জানান, গ্রেপ্তারকৃতরা হলো জাফর, শাহীন ও বাপ্পী। পুলিশ বলছে, এ ঘটনায় আরও কয়েকজনকে শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গত শনিবার স্কুলে সন্তানকে ভর্তি করাতে গিয়ে গণপিটুনির শিকার হন তাসলিমা জাহান রেনু। পরে ঘটনাস্থলেই মারা যান তিনি। রোববার রাতে লক্ষীপুরের রায়পুর উপজেলার সোনাপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে কেরানীগঞ্জে গণপিটুনির শিকার হয়ে গুরুতর আহত একজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই নিয়ে ছেলেধরা গুজবে নৃশংসতায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রাণ গেলো ৬ জনের।

পিবিএ/বাখ

আরও পড়ুন...