পিবিএ,মালয়েশিয়া: মালয়েশিয়ায় বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী কে সংবর্ধনা দেয়া হয়েছে। মালয়েশিয়ায় মন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় কুয়ালালামপুরের হোটেল ভিস্তানার হলরুমে মালয়েশিয়া আওয়ামী লীগের উদ্যোগে মন্ত্রীকে এ সংবর্ধনা দেয়া হয়।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন মুকুল। মনিরুজ্জামান মনিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মালয়েশিয়া নিযুক্ত হাইকমিশনার মহঃ শহীদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে বক্তব্যে মন্ত্রী টিপু মুন্সী বলেন, প্রবাসে শ্রমের বিনিময়ে আপনাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখছে।
শেখ হাসিনার সরকার সব প্রবাসীকে স্বদেশে বিভিন্ন নাগরিক সুযোগ-সুবিধা, সন্তানদের লেখাপড়া, ব্যবসা-বাণিজ্য ও শিল্প স্থাপনের বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। তাছাড়া প্রবাসে নিজেদের অবস্থান সুসংহত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাহলেই প্রবাসের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জসিম উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, আকতার হোসেন , কাইয়ুম সরকার ,রাজীব আহমেদ ,মুরাদ হোসেন যুবলীগ নেতা মনসুর আল বাসার সোহেল,মোহাম্মদ জহিরুল ইসলাম জহির ,বিএম বাবুল ,তারিকুজ্জামান মিতুল ,জালাল উদ্দিন সেলিম ,ছাত্রলীগ নেতা কাজী নিজাম ,আলামিন ডলার সহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
পিবিএ/কেএইচ/বিএইচ