বাতিল হতে পারে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ!

পিবিএ ডেস্ক: মাত্রাতিরিক্ত দূষণের জন্য দিল্লিতে প্রায় ভেস্তে যেতে বসেছিল ভারত-বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি। এবার ঘূর্নিঝড় ‘মহা’র কবলে পড়ে বাতিল হওয়ার শঙ্কা দেখা দিয়েছে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ।


সফরের সূচী অনুযায়ী আগামী বৃহস্পতিবার(৭ নভেম্বর) রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ও ভারতের। কিন্তু সৌরাষ্ট্র ও সমগ্র দক্ষিণ গুজরাটের আবহাওয়ার পূর্বাভাস বলছে, এদিন ঞআঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মহা। সেকারণে ভেস্তে যেতে পারে বাংলাদেশ-ভারত ম্যাচ।

এ ব্যাপারে স্হানীয় আবহাওয়া দফতরের অধিকর্তা জয়ন্ত সরকার বলেন, “আগামী বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ঝড়। এই মুহূর্তে সাইক্লোন মহা দিউ থেকে ৫৮০ কিলোমিটার ও ভারাভালের উত্তর পশ্চিম থেকে ৫৫০ কিলোমিটার কেন্দ্রে অবস্থিত।” সাইক্লোন ভয়ঙ্কর আকার ধারণ করবে বলেই মত তার।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের মতে, “ঘূর্ণিঝড় মহা ৬ নভেম্বর গুজরাটে আঘাত হানবে। এরপর ৭ নভেম্বর এর প্রভাবে দীর্ঘক্ষণ ভারী বৃষ্টি হতে পারে।” যেদিন ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে। তবে সুখবর হলো, ৫ নভেম্বর থেকে এর প্রভাব কিছুটা কমে যেতে পারে।

উল্লেখ্য, তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারিয়ে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ।

পিবিএ/ইকে

আরও পড়ুন...