মেজবাহুল হিমেল, রংপুর: রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়ন এর পিয়ার পাড়া ও কুঠির পাড়া মৌজায় ঘাঘট নদীর ভাঙ্গন থেকে বাঁচতে বাধের দাবিতে মানববন্ধন করেন। বৃহস্পতিবার দুপুরে পিয়ার পাড়ায় নদীর ধারে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে প্রায় ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, প্রতিবছর ঘাঘট এর অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে তাদের বসতবাড়ি ও ফসলি জমি। এতে মানবেতর জীবন যাপন করছেন তারা। এবং ভাঙন রোধে অতিশীঘ্রই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধনে নদীর ভাঙনে ভিটেমাটি হারানোদের সাহায্য ও ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি করে বক্তব্য রাখেন সচেতন এলাকাবাসীর পক্ষে রেজাউল করিম, বান্ডু মিয়া, রানা ইসলাম, শফিউল আলম প্রমুখ।
স্থানীয় উপজেলা চেয়ারম্যান মাহাবুবার রহমান মুঠো ফোনে বলেন, কৈকুড়ি ইউনিয়ন এর পিয়ার পাড়ায় ঘাঘট নদীর ভাঙনের বিষয়টি জেনেছি এবং সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অবগত করেছি।
পিবিএ/এসডি