পিবিএ,বান্দরবান: বান্দরবনের রুমা উপজেলায় বন্য ভাল্লুকের আক্রমনের শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন লাল হুম বম (৪৫) এক ব্যাক্তি। মঙ্গলবার লাল হুম বমকে (৪৫) জাদিপাই পাড়া জুম থেকে আদা উঠাতে গেলে বন্য ভালুক অতর্কিত হামলা করে বাম কনুই এর নিচে কামড় দিয়ে ক্ষত বিক্ষত করে। উক্ত আহত ব্যাক্তির চিৎকার শুনে আশে পাশের জুমে (চাষাবাদ) কাজ করা লোকজন ঘটনাস্থলে দৌড়ে আসলে ভালুক টি পালিয়ে যায়, এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় লোকজন চাঁদের গাড়ী যোগে সন্ধ্যা ৬ ঘটিকায় রুমা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য চাঁদের গাড়ী যোগে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করে।
পিবিএ/নয়ন চক্রবর্তী/বাখ