বান্দরবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩১ দোকান পুড়ে ছাই

Lama Faire Photo _PBA
লামায় আগুনে পুড়ে যাওয়া দোকানের একাংশ।

মো. নুরুল করিম,বান্দরবন: বান্দরবানের লামায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৩১টি দোকান। মঙ্গলবার ভোর রাতে উপজেলার রুপসীপাড়া ইউনিয়ন সদর বাজারে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্র হয়ে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলেন প্রাথমিকভাবে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

খবর পেয়ে আলীকদম সেনাবাহিনীর জোন কমান্ডার লে. কর্ণেল সাইফ শামীম পিএসসি, নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র তাজুল ইসলাম, তাঁতী লীগের সভাপতি নাছির উদ্দিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে অগ্নিকান্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

জানা যায়, উপজেলা সদর থেকে ৯ কিলোমিটার দূর রুপসীপাড়া ইউনিয়ন সদর বাজারের ব্যবসায়ী আবেদ আলীর ইলেকট্রিক দোকান থেকে মঙ্গলবার ভোর ৩টার দিকে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা এক ঘন্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মতিউর রহমান, আবেদ আলীসহ অনেকে বলেন, আমরা সর্বশান্ত হয়ে গেছি। দ্রুত আগুন ছড়িয়ে পড়ার কারণে কোন মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। ব্যাংক ও এনজিও ঋণ নিয়ে ব্যবসা করি আমরা। এখন কিভাবে নিজের পরিবার চালাব ও ঋণের টাকা শোধ করব জানিনা।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শাহ্ আলমসহ ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে ভোর ৩টা ২০মিনিটে খবর দেয়া হয়। কিন্তু তারা ঘটনাস্থলে পৌঁছেন ৫টার সময়। তারা দ্রুত ঘটনাস্থলে গেলে এতগুলো দোকান পুড়তো না। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের অবহেলার কারণে ব্যবসায়ীদের এতবড় ক্ষতি হয়ে গেল।

লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র স্টেশন কর্মকর্তা নয়ন জীব চাকমা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানগুলো টিন ও কাঠের হওয়ায় মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে ৩১টি দোকান পুড়ে যায়।

আগুনে পুড়ে ৩১টি দোকান পুড়ে দুই কোটি টাকার ক্ষতি হওয়ার সত্যতা নিশ্চিত করে রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা বলেন, ক্ষতিগ্রস্তদেরকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...