বান্দরবানের জনপ্রিয় কন্ঠ শিল্পী পঙ্কজের আত্মহত্যা

আইডল খ্যাত
এসএ টিভির আইডল খ্যাত জনপ্রিয় কন্ঠ শিল্পী পঙ্কজ (৩২)

পিবিএ বান্দরবান: বান্দরবানের এসএ টিভির আইডল খ্যাত জনপ্রিয় কন্ঠ শিল্পী পঙ্কজ (৩২) আত্মহত্যার করার খবর পাওয়া গেছে। সে সদর থানাধীন বালাঘাটা এলাকার পিতাঃ মৃত হরিপদ নাথ, মাতাঃ শেফালী দেবনাথের ছেলে।

সুত্রে জানাযায় মঙ্গলবার দিনগত রাত আনুমানিক রাত ১ টায় এসএ টিভির আইডল খ্যাত শিল্পী পঙ্কজ দেবনাথ (বর্তমানে রুমা প্রাণী সম্পদ বিভাগে কর্মরত) প্রেমঘটিত কারনে অভিমান করে ছাদের বীমের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাঁচানোর জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ঘটনার সংবাদ পেয়ে বান্দরবান সদর থানা পুলিশ হাসপাতালে এসে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত করা হবে বলে জানান।

তার এহেন আকষ্মিক আতত্মহত্যার তার বক্তদের মাঝে শোকের ছায়া নেমে আসে এবং তাকে দেখতে শত শত লোক বান্দরবান সদর হাসপাতালে যান।

বান্দরবান সদর থানার এসআই প্রনব কান্তি দাশ জানান হয়তো পারিবারিক কলেহর জেরে জনপ্রিয় এই শিল্পী (পঙ্কজ) মারা যায়, ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে এবং এই বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা করা হবে বলে আশাকরা যায়।

উল্লেখ্য সে এসএ টিভির বাংলাদেশ আইডল (কন্ঠ শিল্পী) প্রতিযোগিতায় সেরা আটের মধ্যে ছিলেন।

পিবিএ/নয়ন চক্রবর্তী/জেডআই

আরও পড়ুন...