বান্দরবানের লামায় দুই দিনব্যাপী নারী উন্নয়ন মেলা

bandarban.Pbaপিবিএ,বান্দরবান: উৎসব মুখর পরিবেশে বান্দরবানের লামা উপজেলায় দুই দিন ব্যাপী নারী উন্নয়ন মেলা শুরু হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস’১৯ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে স্থানীয় টাউন হলে অনুষ্ঠিত মেলা শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

এ সময় পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা সাহেলা পারভিন, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়–য়া, কারিতাস স্যাপলিং প্রকল্পের প্রতিনিধি জুয়েল তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। মেলায় নারীদের হাতে তৈরি বিভিন্ন কারুকাজ নিয়ে ৬টি নারী সংগঠন স্টল বসায়। এর আগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘সমান ভাবি, দক্ষতা গড়ি’ ‘পরিবর্তনে সৃজনশীল হই’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রাঙ্গনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। শুক্রবার সকালে শুরু হওয়া মেলা শনিবার বিকালে মেলা শেষ হবে বলে জানান মহিলা বিষয়ক কর্মকর্তা সাহেলা পারভিন।

পিবিএ/এনকে/হক

আরও পড়ুন...