বান্দরবানের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ

পিবিএ,বান্দরবান: অতি বৃষ্টিতে সড়ক ডুবে যাওয়ার কারণে বান্দরবানের সাথে প্রায় সারা দেশের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

বান্দরবান-কেরাণীহাট সড়কের বাজালিয়ায় রাস্তা ডুবে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকে যান চলাচল বন্ধ করে দেয় পরিবহন মালিকরা। ফলে কোনো দূরপাল্লার যানবাহন বান্দরবান ছেড়ে যায়নি। ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে আসা বাসগুলোও আটকা পড়েছে বাজালিয়ায়। যাত্রীরা পানিতে ডুবে থাকা সড়কের সম্পূর্ণ জায়গা নৌকা বা ভেনে চড়ে পার হচ্ছেন।এতে গুন্তে হচ্ছে অতিরিক্ত টাকা।

উল্লেখ্য, প্রতি বর্ষা মৌসুমে তিন চার দিনের বৃষ্টিতে বান্দরবান কেরানিহাট সড়কের বাজালিয়ার কিছু স্থানে সড়ক ডুবে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়তে হয় স্থানীয় ও এই পথে চলাচলকারী যাত্রীরা।

পিবিএ/নয়ন/হক

আরও পড়ুন...