পিবিএ,বান্দরবান: বান্দরবানে অস্ত্রের মুখে তিন ড্রাইভারকে অপহরণ করা হয়েছে। স্থনীয় সুত্রে জানায়ায় অদ্য ১৯ আগস্ট ২০১৯ খ্রিস্টাব্দ বেলা ৪:৩০ ঘটিকার সময় বেতেল পাড়া রোডের মিনজিরি পাড়ার মুখ এলাকা হতে ৩ টি ভি সেভেনটি (পিকাপ) গাড়ি এবং তিন ড্রাইভারদ্বয়কে স্ত্রধারী কিছু লোক আটক করে নিয়ে যায়। তিনজন ড্রাইভারের নাম গাড়ি নম্বর এবং তাদের মোবাইল নাম্বার ও ঠিকানা নিন্মরুপ।
- (১) বাসু কর্মকার-পিতা-মৃত সুগন্ধা কর্মকার-(৩২)২নং রুমা সদর-২ং ওয়াড-লেবুঝিরি পাড়া৷গাড়ি নাম্বার-৪৭ মোবাঃ018820334417
- (২) মোহাম্মদ মিজান(৩০) আমিরাবাদ চট্গ্রাম-গাড়ি নাম্বার-২৩-মোবা-018833934748
- (৩) নয়ন জলদাস গাড়ি বয়স ২৬-পিতা-অদলাল জলদাস-বড়ুয়া পাড়া-২ংওয়াড-২নং রুমা সদর ইউপি নাম্বার-২৬৭-মোবাঃ 01850921900।
রুমা চালক সমিতির পক্ষ হতে জানাযায় গত ৫ আগস্ট ২০১৯ খ্রিস্টাব্দ রুমা ভি সেভেন্টি (পিকাপ) লাইনম্যান নিকট একটি চিঠি পাঠানো হয়। উক্ত চিঠিতে লাইনম্যানকে 8 আগস্ট ২০১৯ খ্রিস্টাব্দের মধ্যে ৫ লক্ষ টাকা চাঁদা দেওয়ার জন্য দাবি করা হয় এবং যদি চাঁদা দেওয়া না হয় তাহলে রুমা থেকে বগালেক রোড রুমা থেকে বেতেল পাড়া রোড থেকে ও রুমা থেকে রোয়াংছড়ি রোড বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। হয়তো তারই প্রেক্ষিতে আজকে ৩ জন ড্রাইভার ও ৩টি গাড়ি আটক করে নিয়ে যায়৷। বর্তমানে তিনজন ড্রাইভার এর মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যাচ্ছে তাদের সাথে কোন প্রকার যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: নজরুল ইসলাম জানান, মিনঝিড়ি পাড়া মুখ থেকে ৩ জীপ চালককে (ড্রাইভার) অপহরণের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কারা অপহরণ করেছে বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি এবং এবিষয়ে থানায় এপর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেন নি।
পিবিএ/নয়ন চক্রবর্তী/বিএইচ