বান্দরবানে আইনজীবী পরিচয় দিয়ে মামলার তদবির করতেন তিনি


পিবিএ বান্দরবান : বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট আদালত চলাকালীন সময়ে ভুয়া আইনজীবী পরিচয় দানকারী এক ব্যাক্তিকে জেলা আইনজীবী সমিতি বান্দরবান পার্বত্য জেলার সহায়তায় কোর্ট পুলিশ আটক করেছে।
আটককৃত ব্যাক্তির নাম উসাসিং মার্মা (৩৬) পিতা গংজক মার্মা, বাগমারার হেডম্যান পাড়ার বাসিন্দা।

বান্দরবান জেলা আইনজীবী সমিতির সাঃ সম্পাদক মোঃ এমদাদ উল্লাহ পিবিএ’কে জানান বুধবার দুপুর ১টার সময় সাদা সার্ট- কালো প্যান্ট পরিহিত অবস্থায় ম্যাজিস্ট্রেট আদালত সংলগ্ন আইনজীবী সমিতির মিলনায়তনের পার্শ্বে মক্কেলের সহিত মামলার তদবির করার সময় তার আচরণে সন্দেহ হওয়ায় পরিচয় জানতে চাওয়া হয়। জেলা আইনজীবী সমিতি বান্দরবান পার্বত্য জেলার আরো কয়েক জন আইনজীবীর উপস্থিতিতে সে সময় অসংলগ্ন কথাবার্তা ও পরিচয় প্রদান করে। তাই তথ্য উদঘাটন করার জন্য তার বিরুদ্ধে বান্দরবান সদর থানায় অভিযোগ প্রদান করা হয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম পিবিএ’কে জানান অভিযুক্ত উসাসিং মার্মা (৩৬) থানা হেফাজতে রয়েছে আইনানুক ব্যাবস্তা গ্রহণ শেষে মহামান্য আদালতে সোপর্দ করা হবে।

পিবিএ/নয়ন চক্রবর্তী/জেডআই

আরও পড়ুন...