বান্দরবানে আমের বাম্পার ফলন কিন্তু ক্রেতা নেই

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি : গত বছরের চেয়ে এ বছরে বান্দরবানে স্থানীয় রাং গোওয়ে আম বাম্পার ফলন হলেও ব্যাপারী বা ক্রেতা নেই। করোনায় এক বছরের কষ্টের ফসল, ভেস্তে গেল সব পরিশ্রম, আর্থিক ক্ষতির মুখে আম চাষিরা।

বান্দরবান শহরের আশপাশে ফারুক পাড়া, লাইমি পাড়া, শৈল প্রপাত, গেশৎমনি পাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চার পাশে চোখ জুড়ানো আমের বাগান। গাছে গাছে থোকা থোকা আমে ভরা। সময় পেরিয়ে যাওয়ায় অনেক আম নষ্ট হয়ে গেছে।

প্রতি বছর এমন সময়ে শহর থেকে আম ব্যাপারীদের আনাগোনা থাকলেও এবারে ব্যাপারিদের দেখা নেই।

শৈল প্রপাতের আম চষি লালু বম বলেন, প্রতি বছর প্রায় লক্ষাধিক টন আম এই এলাকায় বেচাকেনা হয়। প্রথম দিকে আচারের জন্য কিছু কাঁচা আম বিক্রি করেছি, প্রতি মণ ৬শ টাকা করে। দাম মুলানোর কোন ক্রেতা নেই। করোনায় সব লন্ডভন্ড করে ফেলেছে। আম বাগান পরিচর্যা করতে যে খরচ হয়েছে সেই খরচও আসবে না।

ফারুক পাড়ার আরেক আম চাষি টনদির বম জানায়, গত বছরে প্রতি মণ ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা করে রাঙ গুওয়ে আম বিক্রি করেছি। এবারে কোন ক্রেতা নেই, দড়ও নেই। বাগানে গেলে কষ্ট লাগে, আমগুলো গাছ থেকে ঝড়ে যাচ্ছে।

আম ব্যাপারী খোরশেদ জানিয়েছেন , প্রতি বছর এখান থেকে আম নিয়ে শহরে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকি। গণপরিবহন খুলে দেয়ায় কিছু আম কিনেছি। শহরের ও বিক্রি কম। এবারে প্রতি মণ ৬শ টাকা করে নিয়েছি।
স্থানীয় আম ব্যবসায়ী সিরাজ জানিয়েছেন, এবারে আম্ফান ঘূর্ণিঝড়ে ঝড়ে পরা দিনাজপুরে আম কম দামে শহরে ছেয়ে গেছে।

আরো জানিয়েছেন,বালাঘাটা চড়ুই পাড়া, উজিমুখ পাড়া থেকে স্থানীয় চাষীদের কাছ থেকে পাহাড়ি রাং গোওয়ে আম ৪শ টাকা করে প্রতি মণ কিনেছি। লকডাউনের কারনে মজুরি ও গাড়ীভাড়া বেড়ে যাওয়ায় তেমন সুবিধা করতে পারছি না।

বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক ড.একেএম নাজমুল হক বলেন, গত বছর বান্দরবান জেলায় ৭হাজার ৩৪০ হেক্টর এবং এবছর ৭হাজার ৫শ হেক্টর এলাকাতে আম চাষ হয়েছে। আমাদের ধারণা ১লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হবে। বেশ কিছু কাঁচা আম আচারের জন্য বিক্রিও হয়েছে। গত ৩১ তারিখে গণপরিবহন কিছুটা শিথিল করার পর ব্যাপারীরা আসতে শুরু করেছে। আমরা আশা করছি যতটুকু ক্ষতি হওয়ার কথা ততটুকু ক্ষতি হবে না।
তিনি আরো বলেন, কৃষকদের উৎপাদিত পণ্য মাঝ খানে দালাল এবং কয়েক জনের হাত বদলের কারনে নায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ায়, কৃষি মন্ত্রণালয় ফুড ফর ন্যাশন একটা এ্যাপস তৈরি উদ্যেগ গ্রহণ করেছে। এতে কৃষক ও ক্রেতাদের ক্ষেত্রে সরাসরি যোগাযোগের মাধ্যমে আমসহ বিভিন্ন উৎপাদিত ফসল বিক্রি করতে সহজ হবে।

পিবিএ/রিমন পালিত/এমএ

আরও পড়ুন...