পিবিএ,বান্দরবা: বান্দরবানে মাদক দ্রব্য ইয়াবাসহ এক মাদক কারবারি কে আটক করে বান্দরবান সদর থানা পুলিশ। আটক কৃত ব্যাক্তির নামঃ নু মং প্রু মারমা(৩২) পিতাঃ অং সাচিং মারমা সে বান্দরবান সদরস্থ ৫নং ওয়ার্ড উজানি পাড়ার বাসিন্দা।
সুত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ( ২০ জানুয়ারি) সন্ধ্যা ৮ টায় বান্দরবান সদর থানা পুলিশ উপ পরিদর্শক জিয়াউর রহমানের নেতৃত্তে অভিযান চালিয়ে নু মং প্রু মারমা ‘র বাড়ির ভেতর খাটের নিচে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১৯ পিস ইয়াবা (মাদক দ্রব্য)সহ আটক করা হয় নু মং প্রু মারমাকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান মাদক দ্রব্য ইয়াবাসহ নু মং প্রু মারমাকে আটক করা হয়েছে।আইনানুগ ব্যাবস্থা গ্রহন শেষে মহামান্য আদালতে সোপর্দ করা হবে।
পিবিএ/নয়ন চক্রবর্তী/বিএইচ