পিবিএ, বান্দরবান : বান্দরবানে করোনা ভাইরাস আক্রান্ত রোগী সন্দেহে পাড়াবাসীর ক্ষোভের মুখে হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি হয়েছে একই পরিবারের ৫জন।
বুধবার বিকেল থেকে তাদের এ নির্দেশ দিয়েছে কতৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানাযায়, এঞ্জেলিনা খেয়াং চায়নার মেকাও শহরে চাকুরীরত ছিলেন। সেখান থেকে গত ১৫তারিখ দেশে ফিরে সদর উপজেলার কুহালং ইউনিয়নের গুংগুরু মুখ পাড়ার নিজ বাড়িতে ফিরে যায়। এসময় পাড়াবাসীর ক্ষোভের মুখে পরে আজ বুধবার বান্দরবান সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি হয় এঞ্জেলিনা খেয়াংসহ পরিবারের ৫সদস্য।
এ বিষয়ে বান্দরবান সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মারমা বলেন, এঞ্জেলিনা খেয়াং চায়না মেকাও শহর থেকে বান্দরবানের নিজের বাড়িতে আসে কিন্তু সে হোম কোয়ারেন্টাইনে না থাকায় পাড়ার লোকজন বিষয়টি প্রশাসনকে জানালে তাকে স্বপরিবারে হাসপাতালে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা আইসোলেশন সেন্টারে ভর্তি আছে।তবে করোনা নির্ণয় বা চিকিৎসার কোনপ্রকার যন্ত্রাংশ আমাদের নিকট নেই।
নয়ন চক্রবর্তী