বান্দরবানে কুকুরের কামড়ে মরা গরুর মাংস বিক্রির দায়ে আটক ৩

 

মরা গরুর মাংস বিক্রির দায়ে আটক ৩

পিবিএ, বান্দরবান: বান্দরবান বাজারেমরা গরুর মাংস বিক্রির দায়ে ৩ ব্যাক্তিকে আটক করেছে বান্দরবান সদর থানা পুলিশ। আটক কৃতরা হলেন মোঃ ইলিয়াস (৩৫) মোঃ শাহালম (৪২) মোঃ জীবন (২০)
স্থানীয় সূত্রে জানাযায় ভোর ৫ টায় বান্দরবান সদরস্থ লেমুঝিরি পাড়ার মং চিং মার্মার একটি পালিত গরুর বাছুর কুকুরে কামরানোর কারনে অসুস্থ হয়ে মারা যায়।পরবর্তীতে বান্দরবান বাজারের কসাই মোঃ ইলিয়াস উদ্দিন কালু (২৬), সকাল ৭ ঘটিকায় মরা গরুটি ৯০০০ টাকা দিয়ে কিনে করে বাজারে বিক্রির জন্য নিয়ে আসে। ঘটনাটি জানাজানি হলে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। পরবর্তীতে বান্দরবান সদর থানা হতে এস আই মাজহারুল মাংসের দোকানে গিয়ে ২ জন কসাইকে মরা গরুর মাংস সহ আটক করে থানায় নিয়ে যায়।বর্তমানে তারা সদর থানার হেফাজতে রয়েছে।

বান্দরবান উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা অলক চক্রবর্তী পিবিএ’কে জানান সকালে আমার উপস্থিতিকে তিনটা গাভী জবায় করা হয়েছে। তবে কোন প্রকার ষাড় কিংবা বাছুর গরু জবায় করা হয়নি।

বান্দরবান সদর থানা পুলিশ উপ পরিদর্শক মাজাহারুল হক বার্তা সংস্থা পিবিএ’কে জানান গোপন সংবাদের ভিত্তিতে বাজারে অভিযান চালিয়ে মরা গরুর মাংস সহ তিন ব্যাক্তিকে আটক করে থানা হেফাজতে আনা হয়। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে মহামান্য আদালতে প্রেরন করা হবে।

পিবিএ/ নয়ন চক্রবর্তী/জেডআই

আরও পড়ুন...