বান্দরবানে চার লাখ চল্লিশ হাজার ইয়াবা উদ্ধার

lama-pbaপিবিএ,বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ ৪০ হাজার মরণ নেশা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোর রাতে উপজেলার দুর্গম পাহাড়ি হাজি পাড়া এলাকার একটি খামার বাড়ির পাশ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. আসাদুজ্জামান। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ১৩ কোটি ২০ লাখ টাকা হবে বলে ধারণা করছেন স্থানীয়রা।

সূত্র জানায়, মিয়ানমার থেকে বাংলাদেশে বড় ধরণের ইয়াবা ট্যাবলেটের চালান আসছে; এমন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. আসাদুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা শুক্রবার রাত ৩টার দিকে উপজেলা সদর থেকে চার কিলোমিটার দূর পূর্ব হাজি পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি খামার বাড়ির একপাশ থেকে ৪লাখ ৪০হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি সদস্যরা। তবে অভিযানের টের পেয়ে আগেই পালিয়ে যায় ইয়াবা ব্যবসায়ীরা। উদ্ধার ইয়াবাগুলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
চার লাখ চল্লিশ হাজার মরণ নেশা ইয়াবা ট্যাবলেট উদ্ধারের সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান বলেন, প্রধান মন্ত্রী ও বিজিবি’র ডিজি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে বিশেষ করে ইয়াবা চোরা চালানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছি। শুধু মাদক নয়, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র পাচার, অবৈধ কাঠ পাচার ও পরিবহন, অন্যান্য অবৈধ পন্য সামগ্রীসহ যে কেন ধরনের সন্ত্রাসী কার্যক্রম নির্মুলে অভিযান অব্যাহত থাকবে।

পিবিএ/এনকে/হক

আরও পড়ুন...