বান্দরবানে পুরবী জীপ,মাইক্রো,মাহিন্দ্র মালিক সমিতি’র শুভ উদ্ভোধন

পিবিএ,নয়ন চক্রবর্তী,বান্দরবান: বান্দরবানে পুরবী জীপ,মাইক্রো,মাহিন্দ্র মালিক সমিতি’র শুভ উদ্ভোধন। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা ৭টায় বান্দরবান সদরস্থ হোটেল হিলভিউ কনর্ভাসেশন হলে আনুষ্ঠানিক ভাবে এ শুভ উদ্ভোধন ওনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বিশেষ অতথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র দিলিপ বডুয়াসহ বিভিন্ন জীপ,মাইক্রো,মাহিন্দ্র মালিক ও চালক ইউনিয়নের সদস্যগন উপস্থিত ছিলেন ।

অ্নুষ্টানে পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ বলেন নৈসর্গিক প্রকৃতির লিলা ভূমি অপরুপা বান্দরবানে প্রকৃতির অপরুপ সৌন্দরয্যের রুপসুধা পান করতে আসা প্রকৃ্তি প্রেমী পর্যটকদের ভ্রমনের সুবিধার্থে, চালক মালিক বৈষম্য দূর করে সমন্বিত ভাবে ভালো সেবা প্রদান করে জীবিকা নির্বাহের উদ্দেশ্যে এই পুরবী জীপ,মাইক্রো,মাহিন্দ্র মালিক সমিতি’র উদ্ভোধন।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...