বান্দরবানে বনজ, ভেষজ ও ফলদ বৃক্ষ মেলা অনুষ্ঠিত


রিমন পালিত,পিবিএ,বান্দরবান:” শিক্ষায় বন প্রতিবেশ আধুনিক বাংলাদেশ” পরিকল্পিত ফল চাষ জোগাবে পুষ্টিসম্মত খাবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে বনজ, ভেষজ ও ফলদ বৃক্ষ মেলা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। ১২ ই জুলাই শুক্রবার বিকাল ৪ টায় বান্দরবান জেলা প্রশাসন বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বৃক্ষ মেলা আয়োজন করা হয়। আর বৃক্ষমেলা উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের মাঠ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাসের সভাপতিত্বে বৃক্ষ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, এই সময় আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলার চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পৌরমেয়র ইসলাম বেবিসহ আরো অনেকে। অনুষ্ঠানে বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাস পিবিএ’কে বলেন বান্দরবান হলো প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যময় জায়গা। তাই প্রতি বছর হাজার হাজার পর্যটক দেশ-বিদেশ থেকে ছুটে আসে বান্দরবানের এই অপার সৌন্দর্য উপভোগ করার জন্য। আর বান্দরবানের এই সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা জন্য বান্দরবান বন বিভাগ বিভিন্ন রকম সহযোগিতা করে আসছে।

কিছুদিন আগে বান্দরবান সড়কের প্রতিটি রাস্তায় বান্দরবান বন বিভাগের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সৌন্দর্য বর্ধনের কাজ হাতে নেয়া হয়েছে। সকলের সাহায্য সহযোগিতা ও অন্তরিকতা পাশে থাকলে বন বিভাগ বান্দরবানের সৌন্দর্য বৃদ্ধিতে আরো বেশি কাজ করে বান্দরবানের সুনাম পুরো বিশ্বের কাছে ছড়িয়ে দিতে পারবে বলে আশা করেন।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...