পিবিএ, বান্দরবান: বান্দরবানে বন্যার পানিতে ভেসে গিয়ে এক ব্যাক্তির মৃত্যু ঘঠেছে। রাজবিলা ইউনিয়নাধীন মনঞ্জয় পাড়া ঝিড়ি পারাপার কালে ঝিড়ির প্রবল স্রোতে ভেসে যায়।বান্দরবান সেনা জোন গোয়েন্দা ও স্থানীয় সুত্রে জানাযায় গত ১৩ জুলাই মনঞ্জয় পাড়া ঝিড়ি পারাপার কালে ঝিড়ির প্রবল স্রোতে ভেসে যায় অংসিনু মার্মা (৩৪) পিতাঃ শোয়েঅং মারমা সাং- মনজয় পাড়া (৯নং ওয়ার্ড) রাজবিলা ইউনিয়ন, বান্দরবান। সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত তাকে এখনো খুঁজে পাওয়া যায় নাই। উল্লেক্ষ্য বান্দরবনে টানা দশ দিনের বর্ষণে বন্যা পরিস্তিতি চরম অবনতি হওয়ায় ঝিড়ির প্রবল স্রোতে ভেসে যাওয়া অংসিনু মার্মাকে খুঁজে পাওয়া কষ্ট সাধ্য হয়ে দাঁড়িয়েছে তবুও স্থানীয় ও প্রশাসনের উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে।
পিবিএ/নয়ন চক্রবর্তী/বাখ