পিবিএ,বান্দরবান: বান্দরবানে অগ্নিকান্ডে একটি আইসক্রিম ফ্যাকট্রি ও পাঁচটি বসত বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। বৃহস্পতিবার রাত ৩ টার দিকে বান্দরবান বাজারস্থ মধ্যম পাড়া পাহাড়িকা আবাসিক হোটেলের পিছনের এলাকায় বেবী আইক্রিম ফ্যাকট্রির বৈদ্যুতিক মিটারের শট সারর্কিট হতে আগুনের সূএপাত ঘটে।
আগুনে ৫ টি বসতবাড়ি ও ১ টি আইসক্রিম ফ্যাকট্রি ক্ষতিগ্রস্থ হয়। খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস এর একটি ইউনিট ও স্থানীয়রা আগুন নেভানোর কাজে লেগে পরে। প্রায় দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রনে আসে আগুন, কিন্তু এতে কোন আহত বা নিহত হয়নি। বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশান কর্মকর্তা মো: ফরহাদ হোসেন জানান আগুনের কারনে ৫ টি বসতবাড়ি ও একটি আইসক্রিম ফ্যাকট্রির সম্পূর্ণ মালামাল পুরে য়ায়, পাশে থাকা বাসন্তি ফার্মেসি বিল্ডিং এর আংশিক ক্ষতি হয়। অগ্নিকান্ডে সব মিলে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতিগ্রস্থ হয় ।
পিবিএ/আরপি/এমএসএম