বান্দরবানে হঠাৎ সক্রিয় মটর সাইকেল চোর, ১৪ দিনে চুরি ৩

পিবিএ,বান্দরবন :বান্দরবানে হঠাৎ সক্রিয় হয়ে উঠেছে মটর সাইকেল চোরচক্র।২ সপ্তাহে বান্দরবান সদরে চুরি হয়ে যায় ৩ মটর সাইকেল।

চলতি মাসের গত ৪ থেকে ১৮ সেপ্টেম্বর এই ১৪ দিনে বান্দরবান সদরে চুরি হয় ৩ মটর সাইকেল।

সুত্রে জানা যায় চলতি মাসের ৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাত টায় বান্দরবান পৌরসভার সামনে বার্মিজ সামগ্রী দোকানের মালিক মোহাম্মদ জসিম উদ্দিনের এপাচি আর টি আর (যার রেজিঃ নাম্বার – চট্রমেট্রো ল- ১৪-২৬১৪) মোটর সাইকেলটি পৌরসভার সামনে থেকে চুরি হয়।

১৮ সেপ্টেম্বর দুপুর দেড় টায় বান্দরবান ব্রিগেড এলাকার সামনে জোসনার মোড় এলাকায় রাস্তার উপর বাসার সামনে হতে বান্দরবান পৌর ১,২,৩ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর এর স্বামী সত‍্যজিৎ তংচংগ‍্যার ডিসকভার ১৩৫ (যার রেজিঃ নাম্বার – চট্রমেট্রো ল- ১১-২৭০১) মোটর সাইকেলটি চুরি হয়।

একই দিন বিকাল ৫ টায় বান্দরবান বাজার পৌরসভা মার্কেটে চাকুরিরত হ্লা থোয়াই মার্মার এপাচি আর টি আর (যার রেজিঃ নাম্বার – চট্রমেট্রো ল- ১৩-৪৪১৪) মোটর সাইকেলটি পৌরসভা মার্কেট সংলগ্ন কামাল বোডিং এর সামনে থেকে চুরী হয়।
উক্ত চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলেই বান্দরবান সদর থানায় অভিযোগ করেছেন বলে জানান ক্ষতিগ্রস্তরা।

তবে এনিয়ে স্থানীয়দের মাঝেও বাইক চুরি যাওয়ার আতংক বিরাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান মটর সাইকেল চোরদের আইনের আওতায় আনতে সর্বাত্বক প্রচেষ্টা চালানো হচ্ছে।

পিবিএ/নয়ন চক্রবর্তী/এসডি

আরও পড়ুন...