পিবিএ,বান্দরবান: গতকাল মঙ্গলবার বান্দরবান সদর বাঘমারায় সশস্ত্র সন্ত্রাসীরা ৬ জনকে গুলি করে হত্যা করে। এই ঘটনায় ২০জনের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
৮ জুন বুধবার বিকালে ১০জনের নাম উল্লেখ করে এবং ১০ জন অজ্ঞাতসহ মোট ২০জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে এমএন লারমা(সংস্কার) কমিটির সা: সম্পাদক উবামং মারমা।
বান্দরবান সদর থানার কর্মকর্তা(ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, বিকালে ১০জনের নাম উল্লেখ করেছে বাকি ১০জন অজ্ঞাতনামা করে একটি হত্যা মামলা করেছে উবামং মারমা। বিকালের ছয় জনের মরদেহ ময়নাতদন্ত করার পর লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গতকাল ৭জুন মঙ্গলবার সকাল ৭ঘটিকার সময় বান্দরবান সদর রাজবিলা ইউনিয় বাঘমারা বাজার এলাকায় সশস্ত্র সন্ত্রসীরা এমএন লারমা(সংস্কার) কমিটির সভাপতি(১) রতন তংঞ্চংগ্যা(৬০) এবং (২) প্রজিত চাকম(৬৫), (৩) ডেবিট মারমা(৫০), (৪) জয় ত্রিপুরা (৪০), (৫) ডিপেন ত্রিপুরা(৪২), (৬) মিলন চাকমা(৬০) কে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। আরো তিন জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তারা হলো (১) নিয় চাকমা(৫০), (২) বিদ্যু ত্রিপুরা(৩৭), অন্যজন স্থানীয় হ্রাওয়ং চিং মারমা(২৭)।
পিবিএ/রিমন পালিত/জেডএইচ