বান্দরবান ইসলামিয়া আলিম মাদ্রাসায় বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

bidai anustan
বান্দরবন ইসলামিয়া আলিম মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পিবিএ,বান্দরবন: বান্দরবান ইসলামিয়া আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা মাদ্রাসার হল রুমে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো: আবু হাসান সিদ্দিক। বান্দরবান ইসলামিয়া আলিম মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাওলানা আব্দুল আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নোমান হোসেন। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, আরবী প্রভাষক মাওলানা মাওলানা মো: জমির,আরবী প্রভাষক মাওলানা বদিউল আলম,সহকারী শিক্ষক মাওলানা ওসমান গণি,মাওলানা নুর মুহাম্মদ ছিদ্দিকি,মাদ্রাসার সিনিয়র শিক্ষক আবুল বশর ছিদ্দিকী,সহকারী শিক্ষক ক্বারী এস.এম ইলিয়াছ,মাওলানা আলী আকবর,অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ন ছাত্র বিশিষ্ট সাংবাদিক ও লেখক মোহাম্মদ আলী,শিক্ষক আব্দুল্লাহ আল মামুন,সহকারী শিক্ষিকা মমতাজ বেগম,আয়শা ছিদ্দিকা,ইয়াছমিন আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, লেখা-পড়ার পাশা-পাশি নৈতিক শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের জ্ঞান সম্পর্কে ধারণা থাকা খুবই প্রয়োজন,কোরআন থেকে জ্ঞান আহরণ করে মানুষ চাদঁ,নক্ষত্র,নতুন নতুন গ্রহ আবিস্কার করেছে, পৃথিবীর মানুষ আজ জ্ঞান বিজ্ঞান দিয়ে বহু আধুনিক যন্ত্রপাতি আবিস্কার করেছে,আগামীতে আরো এগিয়ে যাবে।প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ভাল ভাবে পড়ালেখা করে পরীক্ষায় ভাল রেজাল্ট করতে হবে,সময় খুবই মূল্যবান অযথা সময় নষ্ট করার মত সময় এখন নাই। যে যত বেশী সময়ের মূল্য দিয়ে সময়কে লেখা পড়ায় জ্ঞান আহরনের কাজে ব্যয় করবে,সে ততবেশী জীবনে উন্নতি সাধন করতে পারবে।

অনষ্ঠান শেষে সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...