বান্দারবানে পৃথক ঘটনায় নারীসহ নিহত ২

accident-500 PBA

পিবিএ,বান্দারবান: বান্দরবানের লামা উপজেলায় জীপ গাড়ি খাদে পড়ে মৃদুল বড়য়া (২৯) নামের এক চালক নিহত হয়েছে। রবিবার বিকালে উপজেলার সরই ইউনিয়নের পোলখালের আগা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ির দুই শ্রমিক আহত হয়েছেন। মৃদুল বড়ুয়া লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের নারিচ্ছা গ্রামের বাসিন্দা মৃত ক্যক বড়ুয়ার ছেলে।

একই দিন বিষ পানে শারমিন আক্তার নামের এক নারীর মৃত্যু হয়। স্থানীয় সূত্র জানায়, সরই ইউনিয়ন থেকে কাঠ বোঝাই একটি জীপ গাড়ি রবিবার বিকাল ৪টার দিকে লোহাগাড়া যাচ্ছিল। এ সময় জীপ গাড়িটি সড়কের কম্পোনিয়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালক মৃদুল বড়ুয়া ঘটনাস্থলে নিহত এবং দুই শ্রমিক আহত হন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাছাকাছি লোহাগাড়া উপজেলার পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

posion_accident-PBA
এদিকে একই দিন বিকাল ৫টার দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের বুড়িরঝিরি গ্রামের বাসিন্দা মফিজুর রহমানের স্ত্রী শারমিন আক্তার (২৫) পারিবারিক কলহের জের ধরে বিষ পান করে। পরে স্বজনেরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক শারামিন আক্তারকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা পিবিএ‘কে বলেন, উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পিবিএ/এনকে/

আরও পড়ুন...