বান্ধবীকে দিনভর মোটরসাইকেলে ঘুরিয়ে রাতে গণধর্ষণ

dhorson--pba

পিবিএ, খুলনার: স্কুলে যাওয়ার জন্য বের হয়েছিল এক ছাত্রী। কিন্তু পথে কিছু জিনিসপত্র কিনে দেওয়ার লোভ দেখায় তারই এক বন্ধু। তার সঙ্গে সারা দিন মোটরসাইকেলে ঘুরে বেড়ায় সে। পরে ওই বন্ধুই আরও দুজনকে সঙ্গে নিয়ে তাকে গণধর্ষণ করে।

গতকাল সোমবার রাতে খুলনার মহানগরীর খানজাহান আলী থানাধীন আফিল জুট মিল এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই গুরুতর অবস্থায় দশম শ্রেণির ওই ছাত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, আফিল জুট মিলের সাবেক এক শ্রমিকের মেয়ে ওই ছাত্রী। সোমবার সকালে সে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এর পর সাগর নামে তার এক বন্ধু তাকে কিছু জিনিসপত্র কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে সারাদিন মোটরসাইকেলে ঘুরিয়ে বেড়ায়।

সন্ধ্যার পর ওই ছাত্রীকে আফিল জুট মিল এলাকায় নিয়ে যায় সাগর। সেখানে সে ও তার দুই বন্ধু বিল্লাল এবং সফিক মিলে ওই ছাত্রীকে গণধর্ষণ করে ফেলে যায়। পরে গুরুতর অবস্থায় পড়ে থাকতে দেখে ছাত্রীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

ধর্ষকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

পিবিএ/এআর

আরও পড়ুন...