‘বান্ধবীর ছবি তোলায় খুন হয় শুভ’

পিবিএ,ঢাকা: টঙ্গীতে চঞ্চল্যকর স্কুল ছাত্র শুভকে হত্যার ঘটনায় কিশোর গ্যাং গ্রুপের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১ । শুক্রবার( ১২ জুলাই) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেফতারের এ তথ্য জানা অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সারওয়ার -বিন-কাশেম ।

তিনি জানান, গত ৭ জুলাই গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন বিসিক ফকির মার্কেট পাগার মদিনা পাড়া এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শক্রতার জের ধরে শুভ আহমেদকে (১৬) বুকে পিঠে ও মাথায় ছুরিকাঘাতে হত্যা করা হয়। শুভকে হত্যার অভিযোগে ১১ জুলাই রাতে র‌্যাব-১ এর অভিযানে গাজিপুর মহানগরীর বিভিন্ন এলাকা থেকে জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়। সেই সাথে হত্যাকান্ডে ব্যবহৃত একটি সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয।

গ্রেফতারকৃত চার জন হলেন- মৃদুল হাসান পাপ্পু(১৭), সাব্বির আহমেদ (১৬), রাব্বু হোসেন রিয়াদ( ১৬), নূর মোহাম্মদ রনি( ১৬)। সংবাদ সম্মেলনে লেঃ কর্ণেল মোঃ সারওয়ার-বিন- কাশেম আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসমীরা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে আসামী মৃদুল হাসান পাপ্পু জানিয়েছে, স্থানীয় ফিউচার ম্যাপ স্কুলের ৯ম শ্রেণীতে অধ্যয়নরত। গত ৬ মাস আগে খুন হওয়া শুভ ঐ স্কুলে ভর্তি হয় । এবং তার সাথে পরিচয় হয় । হত্যার ঘটার আগের দিন শিক্ষা সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় গ্রন্থাগার ও জাতীয় জাদুঘরে যায় তারা । শিক্ষা সফর শেষে ফেরার পথে পাপ্পু ও তার বান্ধবী একই সিটে বসলে শুভ মুঠোফোনে তাদের ছবি তোলে এবং অন্য সবাইকে দেখিয়ে ঠাট্টা করতে থাকে। এতে ক্ষিপ্ত হয়ে পাপ্পু শুভ’র সাথে ঝগড়া এবং হাতাহাতি ঘটনা ঘটে । এই জেরে পাপ্পু, সাব্বির, রাব্বু ও রনি তাদের গ্রুপের সদস্যকে নিয়ে ঠাট্ট-অপমানের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে এবং পূর্ব পরিকল্পনা মোতাবেক রাত ১০ টার পর কৌশলে নির্জন স্থানে শুভকে ডেকে নেয়। শুভকে ডেকে নিয়ে মরাধর করার সময় সাব্বির ও রাব্বুর নিকটে থাকা সুইস গিয়ার চাকু দিয়ে বুকে পিঠে ও মাথায় উপযুপুরি ছুরিকাঘাত করে। ঐ অবস্থায় শুভো দৌড়ে পালিয়ে যেতে চাইলে পাপ্পু তাকে পেছন থেকে ধাওয়া করে পিঠে ছুরিকাঘাত করে । এতে ঘটনাস্থলে শুভ’র মৃত্যু হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পিবিএ/বাখ

 

 

আরও পড়ুন...