পিবিএ,যশোর: ১৬ জুন বিশ্ব বাবা দিবস। পৃথিবীর সব বাবাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের ইচ্ছায় প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বের বিভিন্ন দেশে এ দিবস উদযাপিত হয়।
তারই ধারাবাহিকতায় বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশে বিশ্ব বাবা দিবস উদযাপন পর্ষদ বাংলাদেশের উদ্যোগে যশোরে চতুর্থবারের মত দু’দিনব্যাপি বিভিন্ন উৎসব কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে উৎসব আমেজে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ‘অনুভূতিতে বাবা’ শীর্ষক শিশুদের চিত্রাংকন ও বাবার কাছে খোলা চিঠি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকালে কালেক্টরেট চত্বরে ‘যশোর ভাস্কর্য’র সামনে উল্লেখযোগ্য সংখ্যক বাবা সন্তানের উপস্থিতিতে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল। পরে বর্ণাঢ্য শোভাযাত্রার নেতৃত্ব দেন তিনি। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়।
এরপর কালেক্টরেট চত্বরে ‘অনুভূতিতে বাবা’ শীর্ষক শিশুদের চিত্রাংকন ও বাবার কাছে খোলা চিঠি প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ বিষয়ক কর্মকর্তা নুরুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুকুমার দাস, হারুণ অর রশিদ, দীপংকর দাস রতন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, নাট্য সংগঠন বিবর্তন যশোরের সহসভাপতি দীপংকর বিশ্বাস, সাধারণ সম্পাদক আতিকুজ্জামান রণি, বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি মো. সামসুজ্জামান, জেলা আইডিইবির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জয়তি সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, এডাব যশোরের সদস্য সচিব শাহাজাহান নান্নু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন দোদুল, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাবেক কোষাধ্যক্ষ তবিবর রহমান, বিশ্ব বাবা দিবস উদযাপন পর্ষদ বাংলাদেশের উপদেষ্টা আহ্বায়ক আমিরুল ইসলাম রন্টু, সদস্য সচিব প্রণব দাস প্রমুখ।
এদিকে অনুষ্ঠানের দ্বিতীয় দিন ১৬ জুন বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে বাবা ও সন্তানের সমাবেশ, আলোচনা, বাবাদের সংবর্ধনা ও সম্মননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
পিবিএ/কেএইচ/হক