পিবিএ,বরগুনা : আসন্ন ৩১ মার্চ উপজেলা নির্বাচন কেন্দ্র করে বরগুনার বামনা উপজেলায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. সাইতুল ইসলাম লিটু মৃধার নির্বাচনী জনসভায় বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে চারজন সাধারণ সমর্থক আহত হয়েছেন।
বুধবার রাতে উপজেলার তেলিভাড়ানী বাজারে নির্বাচনী জনসভায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- রিয়াজুল ইসলাম, মো. হানিফ, মো. আবদুর রশিদ আকন ও গনেশ চন্দ্র দাশ। প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী জনসভার প্রায় শেষ মুহূর্তে প্রার্থী মো. সাইতুল ইসলাম লিটু মৃধার বক্তব্য দেয়ার আগে এ হামলা হয়।
জনসভা মঞ্চের পেছনে আমুয়ার হলতাখালের ওপার থেকে পরপর তিনটি হাতবোমা নিক্ষেপ করা হয়। এতে ঘটনাস্থলে বিকট শব্দে আগুন ধরে যায়। এ ঘটনায় চার আওয়ামী লীগ সমর্থক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে রাত সোয়া ১০টায় বামনা উপজেলা পরিষদ সড়কের উপজেলা আওয়ামী লীগের কার্যালয় দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এ ব্যাপারে বামনা থানার ওসি এসএম মাসুদুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পিবিএ/এমএস