বাম জোটের ওপর হামলার নিন্দা ফখরুলের

ঈদযাত্রায় সড়ক ও রেলপথে চরম নৈরাজ্য চলছে: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : ফাইল ফটো

পিবিএ ঢাকা: বাম গণতান্ত্রিক জোটের ওপর পুলিশের হামলার নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই হামলা দুঃশাসনের একটি কালো নজির।’

তিনি বলেন, ‘সবদিক দিয়ে ব্যর্থ আওয়ামী সরকার নিজেদের অযোগ্যতা ঢাকতেই জুলুমের পথ বেছে নিয়েছে। এরা প্রতিবাদকে ভয় পায়, কারণ এরা গণতন্ত্রের শত্রুপক্ষ। সুতরাং সারাদেশে সরকারের উন্মত্ত আচরণ প্রতিহত করতে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তিকে সাহসের সঙ্গে এগিয়ে আসার কোনো বিকল্প নেই।’

সোমবার (৩০ ডিসেম্বর) রাতে দলের সহ-দফতর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে ব্যালটবাক্স পূর্ণ করে জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে গণতন্ত্রের কবর রচনা করে আওয়ামী সরকার। আওয়ামী অগণতান্ত্রিক সরকারের এভাবে রাষ্ট্রক্ষমতা দখলের প্রতিবাদে দিনটিকে ‘গণতন্ত্রের কালো দিবস’ হিসেবে ঘোষণা করে বাম গণতান্ত্রিক জোট তাদের শান্তিপূর্ণ মিছিলের কর্মসূচি পালনের সময় পুলিশের এই বর্বরোচিত হামলা দুঃশাসনের একটি কালো নজির।’

মির্জা ফখরুল বলেন, ‘এটি এক কাণ্ডজ্ঞানহীন উন্মত্ততা। অবৈধ সরকারের শাসনকে টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিবেক বিসর্জন দিয়ে রক্ত ঝরানোর আনন্দেই মেতে আছে। আজ বাম গণতান্ত্রিক জোটের শান্তিপূর্ণ মিছিলে হামলায় আবারও প্রমাণিত হলো- আওয়ামী সরকার রক্তাক্ত পথেই ক্ষমতায় টিকে থাকতে চায়। গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার বিপন্ন করা এবং রক্তপাতের পথই হলো আওয়ামী লীগের ঐতিহ্য।’

‘বিরোধী দল ও মতের মানুষদের ন্যায়সঙ্গত কর্মসূচিকে নস্যাৎ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেলিয়ে দিয়ে জুলুম-নির্যাতন চালানো কেবল নিষ্ঠুর ফ্যাসিস্টদের পক্ষেই সম্ভব’ বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘এরা বিবেকশূন্য। তাই বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্দয় জুলুম উৎপীড়ন অব্যাহত রেখেছে।’

পিবিএ/এমআর

আরও পড়ুন...