বায়তুল মোকাররমের নতুন খতিব আবদুল মালেক

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে ইসলামী আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ আল্লামা মুফতি আবদুল মালেককে (হাফি.) নিয়োগ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) খতিব পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মুফতি আবদুল মালেক ইসলামিক স্টাডিজ, হাদীস ও ফিকহে ইসলামির ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন। সৌদি আরবের রিয়াদে অবস্থিত ইমাম মোহাম্মদ ইবনে সাউদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের উসুলুদ্দীন অনুষদের অধীনে তিনি দু’বছর হাদীস ও ইসলামি আইন বিষয়ে উচ্চতর গবেষণা পরিচালনা করেন।

মুফতি আবদুল মালেক ইতোমধ্যে বাংলা, আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় মোট ১৬টি গ্রন্থ রচনা করেছেন। তার তত্ত্বাবধানে মাসিক আল-কাউসার নামে নিয়মিত একটি গবেষণা পত্রিকা বের হয়।

আরও পড়ুন...