বার্ডের সাথে কুবির দ্বি-পাক্ষিক চুক্তি

পিবিএ,কুবি: বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মধ্যে দ্বি-পাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (০১ আগস্ট) বিকালে বার্ডের একটি সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় দুইটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

এসময় বার্ডের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. এম মিজানুর রহমান ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান, প্রকৌশল অনুষদের ডিন ড. সজল চন্দ্র মজুমদার প্রমুখ।

দ্বি-পাক্ষিক এই চুক্তির সমঝোতা স্মারকে উল্লেখিত ক্ষেত্রগুলো হল, গবেষণা প্রকল্প, সেমিনার, সম্মেলন এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, উভয় প্রতিষ্ঠানের আগ্রহের ক্ষেত্রে একাডেমিক তথ্য এবং উপকরণের আদান প্রদান; গবেষণা প্রকল্পগুলোর জন্য সরকার, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, বিশ্ববিদ্যালয়গুলোকে যৌথ প্রস্তাব; গবেষণা, প্রশিক্ষণ ও প্রকাশনাগুলোর জন্য যৌথ তদারকি পরিচালনা; উভয় প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন হলে শিল্প প্রযুক্তি ও প্রয়োজনীয় বিজ্ঞান উপকরণ ক্রয় ও বিক্রয়; ইন্টার্নশিপের জন্য ছাত্র সমর্থন।

পিবিএ/মোঃ জাহিদুল ইসলাম/এমএসএম

আরও পড়ুন...