পিবিএ ডেস্ক: লিওনেল মেসি বার্সার ক্লাব ছাড়তে চেয়েছিলেন। বার্সা ছেড়ে অন্য ক্লাবে যাওয়ার কথাও নাকি ভেবেছিলেন নিজেই!
সেই ছোট্ট বয়স থেকেই বার্সেলোনার হয়ে মাঠ মাতিয়ে যাচ্ছেন মেসি। ক্যারিয়ারের সমাপ্তিও এই ক্লাবের হয়েই করার ইচ্ছা অনেকবারই জানিয়েছেন নিজে মুখেই।
এবার সেই মেসিই জানালেন এমন একটা সময় ছিলো যখন প্রায় দল ত্যাগের সিদ্ধান্তই নিয়ে নিয়েছিলেন তিনি। বার্সা ছাড়া প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, “কর ফাঁকির মামলা নিয়ে যখন চারিদিকে অনেক আলোচনা-সমালোচনা চলছিলো, ঠিক তখনই আমার মনে হয়েছিলো আমার স্পেন ছাড়া উচিত। এখানে সবাই আমাকে ভুল বুঝছে।”
“আমি নিজেও চাচ্ছিলাম কোন একটি দলে যাওয়ার ব্যাপারে আলোচনা করতে। কয়েকটি দল আগ্রহী থাকলেও সরাসরি কথা বলতে সাহস পায়নি। কারণ সবাই জানতো আমি বার্সাতেই সুখে আছি।”
পিবিএ/ইকে