বালতির পানিতে পড়ে সাংবাদিকের শিশু পুত্রের মৃত্যু

 

পিবিএ, পেকুয়া ,কক্সবাজার: পেকুয়ায় বালতির পানিতে পড়ে মোহাম্মদ নবাব নামে ১৫ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৩ জুন) সকাল ৯টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু নবাব দৈনিক ভোরের কাগজ ও কক্সবাজারের স্থানীয় দৈনিক রূপসী গ্রামের পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি শাখাওয়াত হোসেন সুজনের ছেলে। রবিবার বিকালে নিহত সাংবাদিক পুত্র শিশু নবাবের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পুত্র শোকে মুহ্যুমান সাংবাদিক শাখাওয়াত হোসেন সুজন বলেন, সকালে আমি গোসল করার জন্য টিউবওয়েল থেকে বালতিতে পানি ভর্তি করি। ওই সময় আমার ছেলে নবাবও টিউবওয়েলে আসে। পরে আমি বাড়ির শ্রমিকদের কাজ তদারকি করার জন্য সেখানে গেলে হঠাৎ আমার শিশুপুত্র নবাব সবার অগোচরে ওই পানিভর্তি বালতিতে পড়ে যায়। ঘটনার পরপরই নবাবকে উদ্ধার করে স্থাণীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । এদিকে সাংবাদিক সুজনের শিশুপুত্র নবাবের মৃত্যুতে পেকুয়ার সাংবাদিকদের মনে ও তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

পিবিএ/এফএমএস/হক

আরও পড়ুন...