রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় ইজিবাইকে থাকা মর্জিনা বেগম (৩৫) নামে এক নারীযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ইজিবাইকে থাকা ওই নারীর এক ছেলে ও চালকসহ তিনযাত্রী। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৩ মার্চ) দুপুরে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের জোকারপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মেষ্টা ইউনিয়নের কালিদহেরপাড়া গ্রামের জুরান শেখের স্ত্রী মর্জিনা বেগম ব্যাংক থেকে টাকা তোলার জন্য তার ছেলে মারুফ হোসেনকে সাথে নিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে করে জামালপুর শহরে যাচ্ছিলেন। যাত্রাবাহী ইজিবাইকটি জোকারপাড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ড্রামট্রাকের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মর্জিনা বেগম।এ সময় গুরুতর আহত হয় নিহত মর্জিনা বেগমের ছেলে মারুফ হোসেন (১৪), ইজিবাইকের চালক আকাশ (২৮) ও অজ্ঞাত অপর এক যাত্রী (৩০)।
গুরুতর আহত মারুফ হাজিপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী এবং চালক আকাশ কেন্দুয়া ইউনিয়নের সোনাকাতা গ্রামের হেলালের ছেলে। অপর আহত যাত্রীর পরিচয় জানা যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।