আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বড়বিল সড়কে পাঞ্জারাম পাড়া মসজিদের মোড়ে বালুভর্তি ট্রক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আয়ুব আলী (৩৯) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক বড়বিল এলাকার মৃত আব্দুল ছাদেকের পুত্র। সে ২ মেয়ে ও ১ পুত্র সন্তানের জনক।
বৃহস্পতিবার (১৮ মে) সকালে বৃষ্টি অবস্থায় সড়ক পথে বড়বিল থেকে বালুভর্তি ট্রাক্টর মানিকছড়ি আসছিল। এ সময় মানিকছড়ি থেকে মো. আইয়ুব আলী নিজ বাড়িতে ফেরার পথে বড়বিল সড়কের ঐ মোড়ে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক গুরুত্ব আহত হলে স্থানীয়রা তাকে উপজেলা হাসপাতালে আনলে চিকিৎসক ডা. মহি উদ্দীন তাকে মৃত্যু ঘোষণা করেন।
মোটরসাইকেল চালক নিহতের বিষয়টি নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম বলেন, নিহতের সুরতহালের কাজ চলছে এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ট্রাক্টর দুইটি পুলিশ হেফাজতে আনা হয়েছে। আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।