বাল্য বিবাহ থেকে রক্ষা পেল ৭ম শ্রেণীর ছাত্রী

পিবিএ,জয়পুরহাট : সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে সোমবার রাতে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ৭ম শ্রেণীর ছাত্রী মারিয়া আকতার (১৩)।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় জানান, সদর উপজেলার খাসপাহানন্দা গ্রামের আব্দুল আলিমের ছেলে সজলের সঙ্গে পাঁচবিবি উপজেলার শিমুলতলী গ্রামের আব্দুল মাবুদের স্কুল পড়ুয়া মেয়ে মারিয়া আকতারের বিয়ের কথা বার্তা ঠিক হয়। সেই আলোকে সোমবার রাত সাড়ে ১১ টায় সদরের দোগাছী ইউনিয়নের খাসপাহনন্দা খুলুপাড়া এলাকায় মেয়ের দূর সম্পর্কের নানা আহাদ আলীর বাড়িতে ওই মেয়েকে এনে গোপনে বিয়ের আয়োজন করে।

এ অবস্থায় বাল্য বিয়ের খবর পেয়ে পুলিশ সহ দ্রুত ঘটনাস্থলে হাজির হন ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিল্টন চন্দ্র রায়। এ সময় বিয়ের আসর থেকে বর সজল (২৩) সহ সহযোগি আল আমীন (২৩), আরমান (৩৫), জহুরুল ইসলাম (৫৪) ও সাকিল হোসেন (১৬) কে আটক করা হয়। পরে ছাত্র হওয়ার কারনে সাকিল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা এবং অন্যান্যদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে ভ্রাম্যমান আদালত।

সাজা প্রাপ্তরা হচ্ছেন বর সজল কে এক মাস সশ্রম কারাদন্ড, আল আমীনকে ১৫ দিন, আরমান কে ১০ দিন ও মৌলভীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বিয়ের আয়োজকরা যারা ছিল তারা জানতে পেওে পালিয়ে যায়।

পিবিএ/এবিসি/হক

 

আরও পড়ুন...